মঙ্গলবার ২৭ জানুয়ারী ২০২৬

বিনোদন

নির্মাণ ব্যয় কমল , এফডিসিতে বেড়েছে শুটিং

আকতার   ঢাকা

২১ জানুয়ারী ২০২৫


| ছবি: 

এফডিসেতে শুটিং নেই বললেই চলে। এর কারণ হিসাবে সিনেমাসংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, এফডিসিতে শুটিং করাটা ব্যয়বহুল, ফ্লোর ভাড়া থেকে শুরু করে ক্যামেরা, লাইট, সম্পাদনা, কালার গ্রেডিংয়ে যে খরচ, বাইরে তা অনেক কম, সুযোগ-সুবিধাও অনেক বেশি। তাই এফডিসির বাইরে তাদের কাজ করতে আগ্রহ বেশি।

এদিক বিবেচনা করে চলচ্চিত্রের এ আঁতুড়ঘর হিসেবে পরিচিত এফডিসিতে কোলাহল ফেরাতে শুটিংয়ের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফলে চলচ্চিত্র নির্মাণে শুটিংয়ে যন্ত্রপাতি ও স্থাপনা ভাড়ার হার পরীক্ষমূলকভাবে ৬ মাসের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এফডিসির প্রকল্প পরিচালক মো. রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

এফডিসির যন্ত্রপাতি ও স্থাপনা ভাড়া কমানোর খবরে ফের কর্ম ব্যস্ত এফডিসির ফ্লোরগুলো। তুলনামূলক বেড়েছে কাজ। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে এফডিসির কোনো ক্যামেরা ফ্রি নেই। ভাড়ার কমার খবরে ক্যামেরাগুলো ভাড়া হয়েছে।

নির্মাণব্যয় কমার পর গত শনিবার  প্রযোজক সমিতির সামনে ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামের একটি গানের শুটিং হয়েছে। হাবিব রহমানের কোরিওগ্রাফিতে গানের ভিডিওতে মডেল হয়েছেন গায়ক সৈয়দ অমি ও চিত্রনায়িকা শিরিন শিলা। গত রোববার এফডিসি ঘুরে সরেজমিনে দেখা যায়, পরিচালক সমিতির পাশে সেট নির্মাণের কাজে ব্যস্ত বেশ কয়েকজন। ২ নম্বর ফ্লোরের সামনে সেট নির্মাণের কাজ দেখভাল করছেন এফডিসির সেট ডিজাইনার ফরিদ।

তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে তিনি বলেন, ‘শুটিং ভাড়া কমানোর খবরে কাজের একটু চাপ বেড়েছে। ২ নম্বর ফ্লোরে বাংলাভিশনের জন্য আসন্ন রমজানের একটি অনুষ্ঠানের শুটিং হবে। তার জন্য সেট নির্মাণ করা হচ্ছে।’