মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

সারাদেশ

ক্ষমতায় গেলে কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেয়া হবে না: জামায়েতের আমির

আকতার   ঢাকা

৩০ ডিসেম্বর ২০২৪


ক্ষমতায় গেলে কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেয়া হবে না: জামায়েতের আমির
ক্ষমতায় গেলে কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেয়া হবে না: জামায়েতের আমির | ছবি: Image Collected by Jamuna

জামায়েতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেয়া হবে না। এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যাতে নারীরা নিজ ইচ্ছাতেই পর্দা করবে।

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে দিনাজপুরের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমীর বলেন, ৫ আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল। কিন্তু প্রতিরোধের মুখে তারা পালিয়ে এসেছে। আর জামায়াতে ইসলামী কোনো ব্যাংক দখল করেনি। বরং ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে কোন বৈষম্য থাকবে না, কোন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে।

মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, হাবিপ্রবি, মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অন্যান্য শিক্ষক, আলেম-ওলামা, দিনাজপুর চেম্বারসহ অন্যান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।