মঙ্গলবার ২৭ জানুয়ারী ২০২৬

রাজনীতি

গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটি গঠন

আকতার   ঢাকা

২৬ ফেব্রুয়ারি ২০২৫


| ছবি: 

নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’। ‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগান ধারণ করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিফাত রশীদের সমর্থকরা বাইরে ও ভেতরে হট্টগোল করছিল।

আবু বাকের মজুমদারকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করা হয়েছে।  এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরেফা খাতুন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয়। ঢাবি কমিটিতে আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্যসচিব মহির আলম। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল-আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি